Updates
প্রতিষ্ঠাতা

আরিফুল ইসলাম রাব্বিল ( প্রতিষ্ঠাতা ও পরিচালক )

  • Joined: June 12, 2023
  • Date of Birth: N/A
  • Blood Group: O-
  • Qualification: Founder, Director & CEO at Pretonic Education & Pretonic Internet Service, EdTech Consultant at Narsingdi Presidency College, Former Assistant Teacher at Nagor Poura Model School and College
  • Phone Number: 01786248752
  • Email Address: president@pretoniconline.com
  • Home Address: Narsingdi Sadar, Narsingdi
  • Biography

    আমার নাম  আরিফুল ইসলাম রাব্বিল। আমি নরসিংদী জেলার শিবপুর উপজেলার একজন শিক্ষানুরাগী, প্রযুক্তিবিদ ও উদ্যোক্তা। শিক্ষা, প্রযুক্তি ও সামাজিক উন্নয়নের প্রতি আমার একান্ত ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে গেছে বহুমুখী অভিজ্ঞতার পথে।

    শিক্ষাজীবনের পাশাপাশি আমি বরাবরই নতুন কিছু তৈরি ও মানুষের জন্য কাজ করতে আগ্রহী ছিলাম। 

    🔹 Pretonic Education – যার প্রতিষ্ঠাতা, পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসেবে আমি কাজ করছি। এই প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য ডিজিটাল শিক্ষা, অনলাইন কোর্স এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাসেবা প্রদান করে।

    🔹 Pretonic Internet Service – এটি একটি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, যা আধুনিক ও মানসম্পন্ন ইন্টারনেট সংযোগের মাধ্যমে মানুষের জীবনে ডিজিটাল সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে।

    শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির সংযোগ ও উন্নয়নের স্বপ্ন নিয়ে আমি কাজ করছি নরসিংদী প্রেসিডেন্সি কলেজ - এ একজন EdTech Consultant হিসেবে। এছাড়াও, আমি নগর পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজ - এ একজন *হকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছি।

    আমার জীবনের লক্ষ্য হলো – শিক্ষা ও প্রযুক্তির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা, নতুন প্রজন্মকে দক্ষ ও আত্মনির্ভর করে গড়ে তোলা।

    বিশেষ গুণাবলি:

    ✔ উদ্যোক্তা মানসিকতা

    ✔ প্রযুক্তি ও শিক্ষা বিষয়ে গভীর জ্ঞান

    ✔ সমাজসেবা ও শিক্ষার্থীবান্ধব মনোভাব

    Quotes

    "প্রিটোনিক এডুকেশনের যাত্রা শুরু হয়েছিল ০৬ ডিসেম্বর ২০২৩ সালে, একটি ছোট্ট স্বপ্ন নিয়ে—প্রযুক্তির মাধ্যমে গ্রামবাংলার শিক্ষার্থীদের জন্য উচ্চমানের শিক্ষা সহজলভ্য করে তোলা। তখন আমরা শুধুমাত্র অনলাইনভিত্তিক পাঠদানের মাধ্যমে শুরু করি। সীমিত সম্পদ ও অনেক অনিশ্চয়তার মাঝেও, আমাদের বিশ্বাস ছিল—সত্যিকারের পরিবর্তন আনতে হলে প্রথমে শিক্ষার দ্বার সবার জন্য উন্মুক্ত করতে হবে।

    ৭ মাস পর আমরা অফলাইন শাখার যাত্রা শুরু করি আরও গভীর ও প্রত্যক্ষ যোগাযোগের উদ্দেশ্যে। শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া সাড়া, উৎসাহ এবং আগ্রহ আমাদের সেই সিদ্ধান্তকে সার্থক করে তোলে। আজ প্রিটোনিক এডুকেশনে অনেক শিক্ষার্থী নিয়মিতভাবে পাঠ গ্রহণ করছে—এটি শুধুই সংখ্যার বিষয় নয়, এটি একটি সম্ভাবনার প্রতিচ্ছবি। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি কীভাবে অল্প খরচে আরও মানসম্পন্ন শিক্ষা প্রদান করা যায়। কারণ, আমরা বিশ্বাস করি—অর্থ নয়, শিক্ষার্থীর আগ্রহই প্রকৃত বিনিয়োগ।

    আমাদের লক্ষ্য একটাই—গ্রামের শিক্ষার্থীরা যেন পিছিয়ে না পড়ে, তারা যেন উচ্চতর জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভর হয়ে উঠতে পারে। শিক্ষাকে শহরের প্রাচীরভেদী নয়, সর্বজনীন করে তোলা—এই লক্ষ্যেই প্রিটোনিক এগিয়ে চলেছে।

    আমরা কৃতজ্ঞ সকল শিক্ষক, অভিভাবক, ও শিক্ষার্থীদের প্রতি, যারা আমাদের বিশ্বাসে আস্থা রেখেছেন। এই পথচলা এখনো অনেক দীর্ঘ, কিন্তু আমরা আশাবাদী—আলো ছড়াবো আরও বহু হৃদয়ে।"

    WhatsApp Chat