প্রিটোনিক এডুকেশনের সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রিটোনিক এডুকেশনের চলমান সকল ব্যাচের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
এই পরিবর্তিত সময়সূচি ১৬ আগস্ট ২০২৫ থেকে কার্যকর হবে। অনুগ্রহ করে সবাই যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করা হচ্ছে।
ব্যাচ | শ্রেণি | সময় |
নবীণ | ৫ম | সকাল – ৭:১০ মিনিট হতে শুরু। |
প্রতিভা | ৬ষ্ঠ | সকাল – ৮:৩০ মিনিট তে শুরু। |
স্বপনীল | ৭ম | সকাল ৬:০০ মিনিট থেকে শুরু। |
প্রত্যয় | ৮ম | ৪:৩০ মিনিট থেকে শুরু। |
উত্তরণ | নবম | বিলুপ্ত করা হয়েছে। |
অতিরিক্ত কোনো তথ্যের প্রয়োজন হলে অফিসে যোগাযোগ করুন।
ধন্যবাদান্তে,
প্রশাসনিক কর্মকর্তা
প্রিটোনিক এডুকেশন