Updates

নতুন ভর্তি কার্যক্রম শুরুর প্রসঙ্গে

January 05, 2026

সম্মানিত অভিভাবক ও প্রিয় শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে,
**Pretonic Education**–এ আসন্ন শিক্ষাবর্ষে **৬ষ্ঠ–৯ম শ্রেণির** এর জন্য নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম ০৫ জানুয়ারি ২০২৬  থেকে ২০ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত  চলবে।

#### 📝 ভর্তি সংক্রান্ত তথ্য

🔹 বিষয়: গণিত, বিজ্ঞান
🔹 ক্লাস শুরু: 21 জানুয়ারী বুধবার (ব্যাচের সময় কল করে জানানো হবে)
🔹 আসন সংখ্যা: সীমিত (আগে আসলে আগে ভর্তি)

[পূর্বের বেতন পরিশোধ বাধ্যতামূলক]

📌 **অতএব, আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হওয়ার জন্য অনুরোধ করা হলো।**

📞 যোগাযোগ: 01313-657844
অথবা https://school.pretoniconline.com/admission/ ওয়েভসাইটে বসে ঘরে বসে আবেদন করতে পারবেন।

— কর্তৃপক্ষ
Pretonic Education

 

নিয়মাবলী:

১. বিগত সালের কোনো বকেয়া বেতন থাকলে পরিশোধ করতে হবে। অন্যথায় ভর্তি গ্রহণযোগ্য নয়।

২. আগামী ২০-০১-২০২৬ তারিখের পরে সকল শিক্ষার্থীদের জরিমানাসহ ভর্তি ফি ১৫০ টাকা দিয়ে ভর্তি হতে হবে।

WhatsApp Chat