এই মর্মে অবগত করা যাচ্ছে যে, ৫ম শ্রেণির শিক্ষার্থী:
-
রাদিকা ইসলাম তানহা
-
আয়েশা খান রিমু
-
তাসমিয়া
সম্প্রতি শ্রেণিকক্ষে শিক্ষককে অসম্মানজনক আচরণ, নির্দেশ না মানা এবং অশোভন ব্যবহার করেছে, যা প্রিটোনিক এডুকেশনের শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশের জন্য মারাত্মক হুমকি। শিক্ষককে অসম্মান করা, নিয়ম না মানা এবং ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা কখনোই বরদাস্ত করা হবে না।
এই নোটিশের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সতর্ক করা হচ্ছে। ভবিষ্যতে এই ধরনের আচরণ পুনরাবৃত্তি হলে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে, যার মধ্যে সাময়িক বা স্থায়ী বহিষ্কার পর্যন্ত অন্তর্ভুক্ত থাকতে পারে।
এছাড়া অন্যান্য শিক্ষার্থীদেরও যথাযথ শৃঙ্খলা ও ভদ্রতার সাথে চলার নির্দেশ দেওয়া হলো।
আদেশক্রমে,
প্রশাসনিক কর্মকর্তা
প্রিটোনিক এডুকেশন
তারিখ: ২৪.০৯.২০২৫