প্রিটোনিক এডুকেশন
ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি যে, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, কিছু শিক্ষার্থী কোচিং শুরু হওয়ার আগেই বান্ধবী বা বন্ধুর বাসায় গিয়ে সময় কাটায় বা খেলাধুলায় অংশগ্রহণ করে। আমরা মনে করি, কোচিংয়ে আসার পূর্বে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং মনোসংযোগ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই ধরনের কার্যক্রমের ফলে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ কমে যেতে পারে এবং অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতিও তৈরি হতে পারে, যা আমরা কেউই কামনা করি না।
তাই আমাদের নির্দেশনা অনুযায়ী:
১. শিক্ষার্থীরা কোচিং শুরু হওয়ার সময়ের ৫-১০ মিনিট আগেই সরাসরি প্রিটোনিক এডুকেশনে আসবে।
২. কোনো অবস্থায় অন্যের বাসায় গিয়ে সময় কাটানো বা খেলাধুলা করা যাবে না।
৩. অভিভাবকদের প্রতি অনুরোধ, আপনার সন্তানের গতিবিধি মনিটর করুন এবং আমাদের এই নিয়ম মেনে চলতে উৎসাহ দিন।
আমরা চাই আমাদের প্রতিটি শিক্ষার্থী নিরাপদ পরিবেশে নিয়ম মেনে চলুক এবং পড়াশোনার প্রতি মনোযোগী হোক। সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।
ধন্যবাদান্তে,
প্রিটোনিক এডুকেশন